ফের রাজ্যে ধর্ষণের ঘটনা। আরজি কর, জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের রামনগর (Ramnagar)। জানা যাচ্ছে, শনিবার এক বছর সাতেকের নাবালিকা ঘরের সামনেই খেলছিল। সেই সময় এক যুবক তাঁকে তুলে নিয়ে কাছের একটি বাঁশবাগানে নিয়ে যায়। তাঁর সঙ্গে ছিল আরও দুই যুবক। এরপর তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। কিন্তু আচমকা কিছু পথচলতি মানুষ দেখতে পেয়ে ভয়ে তাঁরা পালিয়ে যায়। এরপর ওই বাচ্চাটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা মাকে জানায়। তারপর তাঁরাই রামনগর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনার সূত্রপাত
সূত্রের খবর, শনিবার বিকেলে ভাইকে স্কুলের গাড়ি থেকে নিয়ে আসতে ওই নাবালিকাকে পাঠায়। এরপর ভাইকে বাড়ি পাঠিয়ে নিজের মতোই রাস্তার ধারে খেলছিল ওই মেয়েটি। অভিযোগ, ফারুক কাজী নামে একটি যুবক এসে তাঁকে তুলে নিয়ে যায় ওই বাঁশ বাগানে। তারপর যৌন হেনস্থা করে। কিন্তু আচমকাই কিছু লোক এসে যাওয়ায় ওই যুবক ও তাঁর বন্ধুরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
রাজনৈতিক চাপানউতোর
এই ঘটনা সামনে আসার পরেই রাজনৈতিক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব হুশিয়ারি দেয় যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি অভিযুক্তকে গ্রেফতার না করা হয়, তাহলে রামনগরে আন্দোলন হবে। যদিও পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।