পোলট্রি ফার্মে /Representative Image (Picture Source: Wikimedia Commons)

বেলদা, ২১ অগস্ট: বেলদায় করোনা আক্রান্ত (COVID19 Positive)পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) ঠাঁই হল পোলট্রি ফার্মে (Poultry Farm)। এমনই অমানবিক ঘটনা ধরা পড়ল। ১৫ ঘণ্টা পর এল স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স। আক্রান্ত শ্রমিককে নিয়ে যাওয়া হল খড়গপুরের সেফ হোমে। আইসোলেশনে রাখা নিয়ে ভুল তথ্য পরিবারের, জানার পরেই দ্রুত পদক্ষেপ, প্রতিক্রিয়া বিএমওএইচ-এর।

সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক তিনি করোনায় আক্রান্ত হন। গতকাল রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আজ দুপুর ১ টা পর্যন্ত স্বাস্থ্যদফতরের কোনও অ্যাম্বুল্যান্স আসেনি। পরিবারের অভিযোগ অনুযায়ী কোনও চিকিৎসক বা স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স আসেনি। পরিবার থেকে কেউ যোগাযোগ করতে না আসায় পোলট্রি ফার্মের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আটকে রেখে দেওয়া হয়।

আরও পড়ুন, করোনার মধ্যে সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচনের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন

বারবার ফোন করার পর স্বাস্থ্যদফতরের কর্মীরা ১৫ ঘণ্টা পর তৎপর হন। পরিবার জানায় কেন তাঁর করোনা পজিটিভ জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হল না? কেন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হল না তা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। এমনই অমানবিক ছবি দেখা গেল রাজ্যে।