কলকাতা, ১৮ মার্চ: মেটিয়াব্রুজে ( Metiabruz ) ৫তলা বাড়ি বেঙে পড়তেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কপালে চোট নিয়ে ব্যান্ডেজ বেঁধেই মেটিয়াব্রুজে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। মেটিয়াব্রুজে পৌঁছে দুর্ঘটনাস্থলে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। বলেন, দুর্ঘটবনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। পুলিশ, দমকল বাহিনীর কর্মীরা সারা রাত ধরে কাজ করেন। তবে কী কারণে েই ঘটনা ঘটে, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের বেআইনি বাড়ি তৈরিতে কারা জড়িয়ে, সে বিষয়ে তদন্ত করা হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। ঘটনার জেরে যাঁরা আহত বা নিহত, রাজ্য সরকার তাঁদের সাহায্য করবে বলেও মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান। ওই ৫তলা বাড়ি ভেঙে পড়ায়, তার জেরে আশপাশের যদি কোনও বাড়ির ক্ষতি হয়, রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানান মুখ্যমন্ত্রী।
শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী...
#WATCH | West Bengal CM Mamata Banerjee says, "... Rescue work was started immediately after the accident. Two people have died, 5-6 people are still trapped inside, they will also be rescued soon. Officials from medical, fire and other departments are deployed. The building was… pic.twitter.com/ExUv1nxkbS
— ANI (@ANI) March 18, 2024
সোমবার সকালে মেটিয়াব্রুজে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কপালে চোট নিয়ে, ব্যান্ডেজ বেঁধেই মেটিয়াব্রুজে (Metiabruz)পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী সুজিত বসুকে সঙ্গে নিয়ে গার্ডেনরিচারে ওই এলাকায় কার্যত অসুস্থ অবস্থায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত মেটিয়াব্রুজে ৫তলা বাড়ি ধ্বসে পড়ার খবর পেতেই সেখানে যান দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। সাংসদ পৌঁছনোর পর নিজের চোট নিয়ে অসুস্থ অবস্থাতেই মেটিয়াব্রুজে মুখ্যমন্ত্রী পৌঁছে যান এবং গোটা এলাকা ঘুরে দেখেন। এদিকে মেটিয়াব্রুজে বাড়ি ভেঙে ২ জনের মৃত্যুর খবর মেলে। ১৩ জন আহত হন বলে জানা যায়।