Representational Image (Photo Credit: File Photo)

মায়ের অনুপস্থিতিতে নাবালিকা মেয়েকে তিন মাস ধরে ধর্ষণ করল সৎ বাবা। ২০২১ সালে ঘটা এই ঘটনায় অবশেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল বারাসত আদালত (Barasat Court)। জানা যাচ্ছে, অভিযুক্তের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশ দেয় আদালত। অভিযুক্ত টুনটুনি সর্দার (৪৫) নিউটাউন এলাকার বাসিন্দা। অভিযোগ ছিল, ২০২১ সালে নির্যাতিতার মায়ের শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়। আর তাঁর মৃত্যুর পর ১৩ বছরের নাবালিকার দায়িত্ব নেয় সে। তবে স্ত্রীয়ের মৃত্যুর কয়েকদিন পরেই সৎ বাবার লালসার শিকার হয় নাবালিকা।

অভিযোগ, প্রায় তিনমাস ধরে লাগাতার ধর্ষণ করে অভিযুক্ত। শেষমেশ স্থানীয় ক্লাবের সদস্যদের গোটা বিষয়টি জানালে তাঁরাই পুলিশে খবর দেয়। আর তারপরেই ২০২১-এর ১৮ অক্টোবর পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। এরপর তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। তারপর দীর্ঘ তিন বছর ধরে চলে তদন্ত। অবশেষে বুধবার অভিযুক্তকে সাজা শোনায় বারাসত আদালতের বিচারপতি। আদালত সূত্রের খবর, ১৪ জন সাক্ষী ও প্রমাণের ওপর ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষ হয়। এবং অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।