মালদা: বুধবার দুপুরে আচমকা এক ব্যক্তি স্কুলের একটি ক্লাসরুমে (classroom) পিস্তল (Pistol) হাতে নিয়ে ঢুকে পড়ুয়াদের পণবন্দি (hostage) করার চেষ্টা করল। এর জেরে প্রবল উত্তেজনা ছড়াল পুরনো মালদার (Old Malda) মুচিয়া অঞ্চল চন্দ্রমোহন উচ্চবিদ্যালয়ে (Muchia Anchal Chandra Mohan High School)। পরে দেব বল্লভ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করতে সমর্থ হয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আচমকা পুরনো মালদার ওই স্কুলে কোনওভাবে ঢুকে ওই ব্যক্তি। তারপর ক্লাস এইটের ঘরে ঢুকে সেখানে থাকা পড়ুয়াদের পণবন্দি বানানোর চেষ্টা করে। কেউ তাকে ধরতে এলে ক্লাস টিচার ও পড়ুয়াদের গুলি করে দেওয়ার হুমকি দিতে থাকে।
এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ও পুলিশ কর্মীরা স্কুলে পৌঁছে ওই ব্যক্তিকে পাকড়াও করার চেষ্টা করেন। পাশাপাশি স্কুলের অন্যান্য ক্লাসগুলিকেও বন্ধ করে দেওয়া হয়।
এই ঘটনার খবর গিয়ে পৌঁছয় কলকাতাতেও। সেই নবান্নে একটি প্রশাসনিক বৈঠকে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। তিনি পুলিশকে অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেফতার করার নির্দেশ দেন। এই ঘটনা ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করেন।
অনেক চেষ্টার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ছুরি ও দু বোতল তরল পদার্থ উদ্ধার হয়েছে। জেরায় ওই ব্যক্তি জানিয়েছে, গত এক বছর ধরে তার স্ত্রী ও ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই ঘটনা ঘটিয়েছে সে। যদিও স্থানীয়দের দাবি, ওই ব্যক্তির স্ত্রীর নিজের ইচ্ছাতেই সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছেড়েছেন।
#WATCH | Malda, WB | A gun-wielding man, Deb Ballabh, tried to hold hostage students in a classroom of Muchia Anchal Chandra Mohan High School. He was later overpowered & arrested by Police. No one was injured in the incident. A police probe is underway
(Note: Abusive language) pic.twitter.com/86OU8Cw8Np
— ANI (@ANI) April 26, 2023