কলকাতা: মদের (liquor) বোতলের দামের থেকে পাঁচ টাকা কম ছিল। তা নিয়ে দোকানের কর্মচারীর প্রবীর দত্ত ওরফে টিঙ্কুর সঙ্গে বচসা শুরু হয় পেশায় গাড়ি চালক সুশান্ত মণ্ডলের। এর জেরে তাঁকে পিটিয়ে মারার (beaten to death) অভিযোগে গ্রেফতার (arrest) হল টিঙ্কু ও দোকানে থাকা আরও এক ব্যক্তি। নৃশংস এই ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) ঢাকুরিয়া (Dhakuria) ব্রিজের পাশে আমরি হাসপাতালের (AMRI Hospital) কাছে। এখনও পর্যন্ত এই মদের দোকানের মালিক এখনও পলাতক বলে অভিযোগ স্থানীয়দের। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ (CCTV footage) প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হলে বহুক্ষণ দোকানের মধ্যে আটকে থাকতে বাধ্য হন পুলিশ কর্মীরা। বাইরে তখন অভিযুক্তদের তাঁদের সামনে দিয়ে নিয়ে যাওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, ঢাকুরিয়া ব্রিজের কাছে থাকা একটি মদের দোকানে রবিবার দুপুরের সময়ে মদ কিনতে গেছিলেন স্থানীয় যুবক ও পেশায় গাড়ি চালক সুশান্ত মণ্ডল। পাঁচ টাকা কম থাকায় দোকানের কর্মচারী প্রবীর ওরফে টিঙ্কুর সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। এই সময়ই আচমকা দোকান থেকে বেরিয়ে এসে সে স্থানীয় পঞ্চাননতলা রোডের বাসিন্দা সুশান্তকে বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ। দোকানের ভেতরে ঢুকিয়েও মারধর করে। এর ফলে কিছুক্ষণ পরে দোকানের বাইরে বেরিয়ে রাস্তায় ধারে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েন সুশান্ত। সঙ্গে সঙ্গে পাশে থাকা আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।
ঘটনাটির কথা জানাজানি হওয়ার এলাকার বাসিন্দারা মদের দোকানের এসে ভাঙচুর শুরু করেন। এলাকা উত্তাল হওয়ার খবর পেয়ে এসে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, তাদের বাইরে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বহুক্ষণ পর্যন্ত।