ফাইল ছবি

কলকাতা, ১২ মে: করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত প্রায় গোটা দেশI করোনা সংক্রমণে রাশ টানতে টিকাকরণ ছাড়া অন্য উপায় নেইI টিকার আমদানি করতে হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি লিখে আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়I নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই চিঠির আবেদন শেয়ারও করেন মমতা (Mamata Banerjee)I

পশ্চিমবঙ্গের (West Bengal)মুখ্যমন্ত্রী জানান, করোনা ঠেকাতে বিদেশ থেকে যেমন টিকা আমদানি করতে হবে, তেমনি দেশেও বাড়াতে হবে টিকা উৎপাদনI টিকার উৎপাদন বাড়িয়ে তবেই রাজ্য সহ গোটা দেশের মানুষকে টিকাকরণের (Vaccination) আওতায় আনা যাবে বলে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আবেদন করেন মুখ্যমন্ত্রী (CM)I

 

আরও পড়ুন: Dead Bodies In Ganga: গঙ্গায় ভাসছে লাশ, পচন ধরা ৫২টি মৃতদেহ দেখে আতঙ্ক উত্তরপ্রদেশে

পাশাপাশি করোনা প্রতিষেধক তৈরি করছে, এমন অনেক বিদেশি সংস্থা রয়েছেI বিশেষজ্ঞদের মতামত নিয়ে শিগগিরই নির্ভরযোগ্য কোনও বিদেশি সংস্থা থেকে টিকা আনিয়ে গণটিকাকরণ কর্মসূচি চালু করা হোক বলেও আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়I পাশাপাশি টিকা উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গ সরকার জমি দিতেও তৈরি বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়I

প্রসঙ্গত ৫মে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শষপথ নেন মমতা বন্দ্যোপধ্যায়I শপথ নেওয়ার পর রাজ্যে করোনা সংক্রমণ রোধ এবং মানুষকে টিকা দেওয়া তাঁর অন্যতম প্রাধান্য বলেও মন্তব্য করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেI