কলকাতা, ৯ ডিসেম্বর: আজ সোমবার ৯ ডিসেম্বর। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস (Anti Corruption Day)। এদিনই দেশে দুর্নীতি ক্ষেত্রে রাজ্যের অবস্থান নিয়ে সরব হলেন মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তিনি জানিয়ে দিলেন, দেশের মধ্যে অন্যতম দুর্নীতিমুক্ত রাজ্য পশ্চিমবঙ্গ। তিনি লিখেছেন, 'চলতি বছরে একটি সংস্থার সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে বাংলা (পশ্চিমবঙ্গ) অন্যতম দুর্নীতিমুক্ত রাজ্য হিসেবে উঠে এসেছে।'
লোকাল সার্কেলস (Local Circles) ও ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া (Transparency International India)-র সমীক্ষা অনুযায়ী এই বছর অর্থাৎ ২০১৯ সালে দেশের দুর্নীতমুক্ত রাজ্যগুলির মধ্যে অন্যতম বাংলা (West Bengal)। এই রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে শীর্ষে নাম রয়েছে রাজস্থানের। রাজ্যের ৭৮ শতাংশ মানুষ সরকারি কাজে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে। রাজস্থানের পরই দ্বিতীয় স্থানে নাম রয়েছে বিহারের। সেখানেও রাজস্থানের মতই একই দাবি স্বীকার করেছে ৭৫ শতাংশ নাগরিক। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড। এই দুই রাজ্যের ক্ষেত্রেই সরকারি কাজে ঘুষ দেওয়ার হার ৭৪ শতাংশ। এরমধ্যে উত্তরপ্রদেশে ৫৭ শতাংশ মানুষ সরকারি পরিষেবার জন্য একাধিকবার ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে। আরও পড়ুন: Kolkata Police: নারীসুরক্ষায় জোর, কলকাতায় পুলিশ বাহিনীর বিশেষ টহলদারিতে পাকড়াও ৭৪
Today is the International Anti-Corruption Day. You will be happy to know that as per the India Corruption Survey 2019, conducted by Transparency International India and Local Circles, #Bangla has emerged as one of the least-corrupt States in India. My best wishes to all
— Mamata Banerjee (@MamataOfficial) December 9, 2019
এছাড়াও এই সময়ের খবর অনুযায়ী, তেলঙ্গানা, পঞ্জাব এবং তামিলনাড়ুর মত রাজ্যগুলিতে দুর্নীতির অভিযোগ অত্যধিক বেশি বলে দাবি করা হয়েছে ওই সমীক্ষায় (Survey)।