কলকাতা, ২২ এপ্রিল: ফের দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৯ এপ্রিল দিল্লিতে (Delhi) যাচ্ছেন বাংলর মুখ্যমন্ত্রী। দিল্লি সফরে এবার মুখ্য়মন্ত্রী বিভিন্ন রাজ্য়ের হাইকোর্টের বিচারপতিদের সেমিনারে যোগদান করতে পারেন বলে খবর। দিল্লি সফরে পরপর ২ দিনই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সেমিনার এবং বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হতে পারেন বলে জানা যাচ্ছে।
West Bengal CM Mamata Banerjee to visit Delhi on April 29 to attend a joint conference of Chief Ministers & Chief Justices on April 30.
(File photo) pic.twitter.com/Kw28FU0So7
— ANI (@ANI) April 22, 2022
এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন বলে খবর। তবে কী বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হবে, সে বিষয়ে নবান্নের তরফে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Bihar: কৃমির ওষুধ খেয়ে বিহারে অসুস্থ ১৫ পড়ুয়া, চাঞ্চল্য
রাজ্যে সবে সবে শেষ হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। যেখানে গৌতম আদানি থেকে শুরু করে দেশ, বিদেশের শিল্পপতিরা আমন্ত্রিত ছিলেন। এবারের বিজিবিএস সফল হয়েছে। ফলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে ফের এই শিল্প সম্মেলনের আয়োজন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।