Narada Case: হাইকোর্ট হলফনামা না নেওয়ায় সুপ্রিম রায়ের দ্বারস্থ মমতা, আজ শুনানি
মমতা বন্দ্যোপাধ্যায় ( Photo Credits: PTI)

কলকাতা, ২২ জুন: নারদা মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আজ দেশের শীর্ষ আদালতে সেই মামলার শুনানি৷ ওয়াকিবহাল মহলের দাবি, মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলার পরিপেক্ষিতে নারদা তদন্ত নয়া মোড় নেবে৷ গত ১৭ মে নারদা মামলায় অভিযুক্ত রাজ্যের চার নেতা তথা মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই৷ দিনভর টানাপোড়েনের পর রাতে তাঁদের প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়৷ এই ঘটনায় সিবিআইয়ের রাজ্য দপ্তরে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাস্থলে যান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও৷  আরও পড়ুন-Coronavirus Cases In India: ৯১ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, দেশে নতুন আক্রান্ত ৪২ হাজার ৬৪০ জন

এরপর ৯ জুন হাইকোর্টে নারদা মামালার শুনানি শুরু হলে সিবিআইয়ের তরফে আইনজীবী তুষার মেহতা সওয়াল শুরু করেন৷ ঠিক পরেই অভিযুক্তদের হয়ে সওয়াল শুরু করেন অভিষেক মনুসিঙ্ঘভি৷ এই সওয়ালের মাঝেই মমতার তরফে তাঁর আইনজীবী রাকেশ দ্বিবেদী হলফনামা জমা করার আবেদন জানালেন হাইকোর্ট তা খারিজ করে দেয়৷ হাইকোর্টের ওই দিনের নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন মুখ্যমন্ত্রী। আজ সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে৷ মূলত নারদা মামলায় নিজের বিরুদ্ধে ওটা অভিযোগের জবাব দিতেই হলফনামা জমা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ হাইকোর্টে তা খারিজ করায় তিনি শীর্ষ আদালতের শরণাপন্ন হন৷