কলকাতা: ৫ তারিখ উপনির্বাচন (by-election) হয়েছিল ধূপগুড়ি বিধানসভায় (Dhupguri Assembly) । শুক্রবার তার ফলাফল (Results) প্রকাশ পাওয়ার পর দেখা যায়, সেখানে জয়ী (Win) হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী। এই খবর পেতেই টুইট করে ধূপগুড়ির মানুষকে (people of Dhupguri) ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায় (WB CM & TMC Chief Mamata Banerjee) ।
নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী টুইট করেন, "আমি ধূপগুড়ির জনগণকে ধন্যবাদ (thank) জানাই আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস (faith) রাখার জন্য এবং বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ উপনির্বাচনে আমাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। এই ঘটনা প্রমাণ করে উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। তাঁরা আমাদের উন্নয়নের পরিকল্পনা (trust our strategy of growth), নীতি প্রণয়ন ও ক্ষমতায়নের উপর আস্থা রেখেছেন।। বাংলা তার মনোভাব এই ভোটের ফলে প্রকাশ (mandate) করেছে। আর খুব তাড়াতাড়ি ইন্ডিয়া তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সবার সামনে নিয়ে আসবে।" আরও পড়ুন: West Bengal : বাংলায় জমি জটে আটকে রয়েছে রেলের কাজ, জট ছাড়াতে মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর
I thank the people of Dhupguri for reposing faith in us and voting decisively in our favour in the critical by-election to the Assembly constituency.
People in North Bengal have been with us, and trust our strategy of growth, inclusiveness and empowerment.
Bengal has shown its…
— Mamata Banerjee (@MamataOfficial) September 8, 2023
তিনি আরও বলেন, "উত্তরবঙ্গ পুরোপুরি আমাদের সঙ্গে রয়েছেন। ধূপগুড়ি আগে বিজেপির জেতা আসন ছিল এবং আমরা নির্বাচনে জয়ী হয়েছি। আমি ধূপগুড়ির সমস্ত মানুষকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা বিজেপিকে হারিয়ে ইন্ডিয়া দলকে জয়ী করেছে। আমি তাঁদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।" আরও পড়ুন: West Bengal : বাংলায় জমি জটে আটকে রয়েছে রেলের কাজ, জট ছাড়াতে মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর
দেখুন ভিডিয়ো:
#WATCH | "North Bengal is totally with us...in Dhupguri, it was a seat of BJP and we won the election. I congratulate all the people of Dhupguri. So wherever BJP lost and INDIA party won, I congratulate all of them", says West Bengal CM Mamata Banerjee on Dhupguri Assembly… pic.twitter.com/87V56v9oyo
— ANI (@ANI) September 8, 2023