Mamata Banerjee (Photo Credit: Mamata Banerjee/Facebook)

কলকাতা, ১৬ নভেম্বর: রেশন দোকানের সামনে আর লম্বা লাইন নয়, এবার গাড়িতে করে এবার পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে রেশন। বাংলায় চালু হল 'দুয়ারে রেশন' (Duare Ration) প্রকল্প। এই প্রকল্পে ৪২ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের ১০ কোটিরও বেশি মানুষ দুয়ারে রেশন-এ সরাসরি উপকৃত হবেন বলে রাজ্য সরকারের দাবি। দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলাররা গাড়ি কিনলে এক লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার। এমনই ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, প্রতি ৫০০ মিটার অন্তর দাঁড়াবে রেশনের গাড়ি।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করলেন সহজে মানুষের হাতে রেশন তুলে দিতে দু’জন করে কর্মী নিয়োগ করতে পারবেন ডিলাররা। ডিলারদের রাখা কর্মীদের বেতনের অর্ধেক দেবে রাজ্য সরকার। আরও পড়ুন: রাজ্যে খুলল স্কুল, মানতে হচ্ছে এইসব নিয়মগুলি

পুজোর আগে জেলায় জেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়ে গিয়েছিল 'দুয়ারে রেশন'। এলাকায় ক্যাম্প করে গ্রাহকের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছিলেন ডিলাররাই। দুয়ারে রেশন-এর পরিকাঠামো নেই বলে ডিলারদের একাংশ আদালতে যান। ডিলারদের একাংশের বিরোধিতা সত্ত্বেও এবার সেই প্রকল্পটিই আনুষ্ঠানিকভাবে চালু হল রাজ্যে। দুয়ারে রেশন' প্রকল্পের উদ্বোধনে একটি অ্যাপ ও হোয়াটস অ্যাপ নম্বরও চালু করা হল। কে রেশন পেলেন, কে পেলেন না, কার রেশন কার্ড-আধার সংযুক্তিকরণ বাকি রয়ে গিয়েছে সে বিষয়ে জানা যাবে।

দুয়ারে রেশনে প্রকল্পে ১০ কোটির বেশি পরিবারের দুয়ারে বিনামূল্যে পাঁচ কেজি করে রেশন সামগ্রী পৌঁছে দেবে রাজ্য সরকার। প্রশ্ন উঠেছিল, কী ভাবে দুয়ারে দুয়ারে যাবে রেশন সামগ্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলাররা গাড়ি কিনতে পারেন। সে ক্ষেত্রে গাড়ি কিনতে এক লক্ষ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।