Photo Source: Facebook/ Mamata Banerjee's facebook live

কলকাতা, ২৪ নভেম্বর: মঙ্গলবারের প্রতিবাদ মিছিল থেকে বেনজির ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটায় গান্ধী ভবন পর্যন্ত মিছিল করেন তিনি। প্রতিবাদ মিছিলে মমতার স্পষ্ট বক্তব্য ছিল, 'সারা ভারত জুড়ে আন্দোলন চলছে সিএএ-র বিরুদ্ধে। বিজেপি চাইছে এটা হিন্দু-মুসলমান করতে। ভারত এবং বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। কিন্তু বিজেপি যেটা চাইছে সেটা কখনই করতে পারবে না।' মঙ্গলবারের প্রতিবাদী মিছিল থেকে আরও একবার সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলায় সিএএ এবং এনআরসি লাগু হবে না।

সোমবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। সেই ফলাফলেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ঝাড়খণ্ডে ত্রিশঙ্কু সরকার গঠন হতে চলেছে। সেই প্রসঙ্গ টেনেই মমতা ব্যানার্জি বলেন, 'ঝাড়খণ্ডবাসীর কাছ থেকে যোগ্য জবাব পেয়েছে বিজেপি। দেশজুড়ে ওঁদের বিরুদ্ধে আন্দোলন চলছে।' পাশাপাশি বিজেপি মতুয়াদের নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, 'মতুয়াদের অপমান করা হচ্ছে। তাঁদের নাগরিকত্ব দেওয়ার নামে রাজনীতি এবং অপপ্রচার চলছে। আমি মতুয়াদের জন্য অনেক উন্নয়ন করেছি। ওঁদের এখন নাগরিকত্ব প্রমাণ করতে হবে?'আরও পড়ুন: Warrior Women Combat Force by Kolkata Police: শহরের মহিলাদের নিরাপত্তা দেবে এই মহিলা বাহিনী

বাংলার আইনশৃঙ্খলার ইস্যু নিয়ে একাধিকবার সরব হয়েছেন কেন্দ্রীয় নেতারা। সেই ইস্যুটি নিয়েই এদিন সরব হলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, সিএএ-র বিরোধিতায় গোটা দেশ জ্বলছে। সেদিক থেকে বাংলা এখন অনেকটাই শান্ত। কিন্তু অন্য রাজ্যে প্রাণহানির ঘটনাও ঘটছে।'

পাশাপাশি, লখনউ বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধিদের একটি দলকে পুরোপুরি আটকে দেওয়ার ঘটনাটি নিয়েও এদিন সরব হলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন,'কিছুদিন আগেই বিমানবন্দরে নামতে দেওয়া হয়নি ওঁদের। কিন্তু বিজেপি সোমবার কলকাতায় এসে অভিনন্দন যাত্রা করেছে। আমরা আটকাতে পারতাম। কিন্তু আটকাইনি। এটাই গণতন্ত্র।'