Murder. Representational Image (Photo Credit: IANS)

মালদা, ১৫ অক্টোবরঃ দেবীপক্ষের আগমনেও নারী নির্যাতন অব্যাহত। রাজ্যজুড়ে উৎসবের মরসুমে এক মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল মালদায় (Malda)। ধানক্ষেতের পাশ থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয়ের মহিলার ক্ষতবিক্ষত দেহ। মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনায় শোরগোল। মহিলার দেহ দেখে আঁতকে উঠেছেন পুলিশও। মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শরীরের একাধিক জায়গায় ছুরির কোপ। পোশাক ছিন্নভিন্ন। দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টাও হয়েছিল। মৃতদেহের চারিদিকে ছড়িয়ে রয়েছে অ্যাসিডের বোতল, ছুরি, পড়া পোশাক এবং কনডমের প্যাকেটও।

আরও পড়ুনঃ গণধর্ষণের শিকার বিশেষভাবে সক্ষম নাবালিকা, চাষ জমি থেকে রক্তমাখা অর্ধনগ্ন মেয়েকে উদ্ধার পরিবারের

রবিবার সকালে ধানক্ষেতের পাশে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। আতঙ্কে খবর দেন পুলিশে। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলাকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে।

পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, মহিলাটির পরিচয় এখনও জানা যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।