চাকরিহারা শিক্ষকদের সমর্থনে এবার রাস্তায় নামলেন মাদ্রাসা শিক্ষকরা। এমনকী মাদ্রাসা স্কুলেও বেআইনিভাবে অযোগ্য শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে, এর প্রতিবাদে বৃহস্পতিবার মুর্শিদাবাদে প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা এডুকেশন ফোরাম। জানা যাচ্ছে, এই মিছিলে যোগ দিয়েছিলেন অসংখ্য মাদ্রাসা শিক্ষক, বুদ্ধিজীবী সহ একাধিক ব্যক্তিত্ব। এই মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে মাদ্রাসা স্কুলগুলি থেকে অযোগ্য শিক্ষকদের অপসারণ না করা হলে আরও বৃহত্তর আন্দোলন হবে দেশজুড়ে।

মুর্শিদাবাদের মাদ্রাসা শিক্ষকদের প্রতিবাদ

এক প্রতিবাদী শিক্ষক বলেন, “রাজ্যের বিভিন্ন মাদ্রাসা স্কুলে একাধিক ভুতুড়ে শিক্ষক দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এরা কেউ মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেয়নি। আর তাঁদের জন্য যোগ্য প্রার্থীরা কাজ পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে পরীক্ষা হচ্ছে না। এই অযোগ্য শিক্ষকদের বহিস্কার ও ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে যোগ্য শিক্ষকরা কাজ করছিলেন, তাঁদের চাকরি চলে যাওয়ার প্রতিবাদে আমরা এই মিছিল করছি”।

প্রসঙ্গত, চলতি বছরেই রতুয়ার বাটনা জেএমও সিনিয়ার মাদ্রাসা ও ভগবানপুর গার্লস হাই মাদ্রাসায় এই দুর্নীতি ধরা পড়েছিল। এথানে ভুয়ো শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কয়েকটি অভিযোগ ধরা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। জানা যাচ্ছে, গোটা মালদা জেলার বিভিন্ন মাদ্রাসা স্কুলে কমপক্ষে ৫৭ জন ভুয়ো শিক্ষক ও শিক্ষাকর্মী কাজ করছে।