সিপিএমের পতাকা( credit-IANS)

১৯ মে, ২০১৯: এবার ভোট দেবেন জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে। কেন্দ্রের বামপ্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় (Nandini Mukhapadhya) যখন প্রচারে তাঁর পাম অ্যাভিনিউয়ের ‌ বাড়িতে গিয়েছিলেন। তখন ভোট দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Budhadeb Bhattacharya)। সেই মতো রবিবার কমলা গার্লস স্কুলে নিজের বুথে ভোট দিতেও গিয়েছিলেন তিনি। কিন্তু সায় দিল না শরীর। ভোট না দিয়েই ফিরে এলেন তিনি। তবে স্ত্রী মীরা ভট্টাচার্য (Mira Bhattacharya) ও মে সুচেতনা ভট্টাচার্য (Suchetana Bhattacharya)ভোট দিয়েছেন।

শেষবার তাঁকে দেখা গিয়েছিল সিপিএমের ব্রিগেড সমাবেশে। সেখানেও মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার মতো ক্ষমতা ছিল না তাঁর। গাড়িতে বসেই শুনেছিলেন বক্তৃতি। মিনিট পাঁচেক থেকেই ফিরে গিয়েছিলেন বাড়িতে। এতোটাই অসুস্থ শরীর। অক্সিজেন ছাড়া থাকতে পারেন না। বেশিক্ষণ রোদ আলো তাঁর চোখ নিতে পারে না। কয়েকদিন আগে দলের মুখপত্র গণশক্তিকে (Ganashakti)দেওয়া সাক্ষাৎকারে বুদ্ধবাবু বলেছিলেন তিনি নৈরাজ্যের বিরুদ্ধে নিজের ভোটটা দিতে চান। সেই ইচ্ছেটা আর পূরণ করতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।