Photo Credis: AN I

রিষড়া: রবিবার রাম নবমীর শোভাযাত্রাকে (Ram Navami procession) কেন্দ্র করে তুমুল গণ্ডগোল হয় হুগলি (Hooghly) জেলার রিষড়া (Rishra)। তারপর থেকে চরম উত্তেজনা রয়েছে সেখানে। বুধবার সেই ঘটনার পিছনে রাজ্য সরকারের মদত রয়েছে বলে অভিযোগ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (WB CM Mamata Banerjee) তীব্র আক্রমণ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধায় (BJP MP Locket Chatterjee)। এর পাশাপাশি এই বিষয়ে হুগলির পুলিশ কমিশানরের সঙ্গে দেখাও করেন তিনি।

এপ্রসঙ্গে বলেন, "পাথর ছো্ঁড়ার কাজে দক্ষ মানুষরা আগে কাশ্মীরে (Kashmir) ছিল। এখন তারা বাংলায় এসেছে। রাম নবমীর শোভাযাত্রায় পাথর ছো্ঁড়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধায়কে তুষ্ঠির রাজনীতি (appeasement politics) করছেন। "