দলীয় কর্মীদের হাতে জেলার পার্টি অফিসে তালাবন্দি খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। নিজের জেলায়, নিজের শহরে, নিজের দলের কর্মীদের কাছে তুমুল বিক্ষোভের মুখে বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী । জেলার বিজেপিতে একনায়কতন্ত্র চালু করে কর্মীদের গুরুত্ব দিচ্ছেন না সুভাষ সরকার। টাকার বিনিময়ে দলীয় পদ বিলি করছেন তিনি। এই অভিযোগে বিজেপি কর্মীদের একটা অংশ তাঁকে দলের জেলা কার্যালয়ে তালা বন্দি করে স্লোগান দিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ঘনিষ্ঠ লোকেদের ছাড়া আর কাউকে গুরুত্ব দিচ্ছেন না কেন্দ্রীয় মন্ত্রী। সুভাষ সরকারের সঙ্গে বাঁকুড়া বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকে মারধর করেন বিক্ষোভকারীরা এমন অভিযোগও ওঠে।
লোকসভা নির্বাচনের প্রচার শুরুর আগে বাঁকুড়ায় জেলা কার্যালয়ে দলের জেলাস্তরের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন সুভাষ সরকার। পার্টি অফিসে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলাকালীন সেখানে চড়াও হন বিজেপি-র বিক্ষোভরত নেতা-কর্মীরা। তারা সুভাষ সরকারকে তালাবন্দি করে বাইরে চলে যান। যে ঘরে বৈঠক করছিলেন তিনি সেই ঘরেই সাংসদ-মন্ত্রীকে তালাবন্দি করে দেন বিক্ষোভকারীরা। স্বেচ্ছাচারিতা বন্ধ না করলে সুবাষ সরকারের বিরুদ্ধে আরও বড় প্রতিবাদ হবে বলে আন্দোলনকারী বিজেপির নেতা-কর্মীরা হুমকি দেন। আরও পড়ুন-বেলা ১১টার আগেই ইডি অফিসে হাজির নুসরত জাহান, দেখুন
দেখুন ভিডিয়ো
With each passing day, @BJP4Bengal is crumbling as infighting is reaching its peak!
In Bankura, vehement clashes erupted, & BJP workers locked Union Minister Subhas Sarkar in the party office.
While unity within the party is a myth, BJP is truly a shining example of a weak… pic.twitter.com/Tu90BpQSZ7
— All India Trinamool Congress (@AITCofficial) September 12, 2023
দেখুন ভিডিয়ো
BELIEVE IT OR NOT!
Local BJP workers from Bankura has locked Mr. Subhas Sarkar, MOS HRD and MP from Bankura inside their district party office.
Slogans like "Modi Tujhse Bair nahi, Subhas Sarkar teri khair nahi" can be heard in the 2nd video pic.twitter.com/iB1HocV5iX
— Sourav || সৌরভ (@Sourav_3294) September 12, 2023
স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে পার্টি অফিসেই তালাবন্দি করে রেখে দিলেন দলের কর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে শেষ অবধি মুক্ত করতে হাজির হল বিশাল পুলিশ বাহিনী। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে দলীয় কর্মীদের বিক্ষোভের ঘটনায় চরম অস্বস্তিতে বিজেপি শিবির। রাজ্য বিজেপি নেতারা এই বিক্ষোভের পিছনে তৃণমূলের হাত দেখছেন। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়কে ১ লক্ষ ৭৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবার সাংসদ হন বিজেপির সুভাষ সরকার। পরে তাঁকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়।