উদ্ধার সিংহ শাবক, লেঙ্গুর ( Photo Credit-ANI)

কলকাতা,১জুন,২০১৯:‌ আন্তর্জাতিক পশুপাচার চক্র ফাঁস কলকাতায় ( Kolkata )। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি স্করপিও গাড়ি থেকে উদ্ধার হল ব্যাগবন্দি সিংহ শাবক, লেঙ্গুর। ধরা পড়েছে দুই পাচারকারীও। ওয়াসিম রহমান, ওয়াজিদ আলি এবং মহম্মদ গুলাম ঘাউস। এদের মধ্যে একজন গাড়ির চালক এবং বাকিরা পশুপাচার চক্রের পান্ডা। শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় বন দফতরের( Forest Department ) ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ( WBCCB) এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল (WCCC)।

কয়েক দিন আগেই তাঁরা খবর পেয়েছিলেন, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে পশু পাচার করা হবে। বনগাঁ সীমান্ত দিয়ে রাজ্যে ঢোকার পর বর্ধমান হয়ে পশ্চিম ভারতে পশুগুলি পাচারের ছক ছিল তাদের। সেই খবর অনুযায়ী শনিবার ভোট রাত ২টো নাগাদ তাঁরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ( Bengharia Expressway )ধারে ফাঁদ পেতে বসেছিলেন বনদপ্তরের কর্মীরা। স্করপিও গাড়িটি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঢোকা মাত্র পিছু নেন তদন্তকারীরা। শেষে গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করতেই বেরিয়ে পরে সত্যিটা। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে আস্ত একটি সিংহ শাবক (Lion Cub) এবং তিনটি লেঙ্গুর ( Langurs) । তদন্তকারীরা জানিয়েছেন, সিংহশাবক পাচারের ঘটনা শহরে এই প্রথম। যারকাছে পশুগুলি রাখা হত সে জানত না সেগুলি কাকে দিতে হবে। ফোন করে জেনে তবে হাত বদল হত পশুগুলি।