Photo Credits: PTI

কলকাতা:  রবিবার সন্ধ্যায় হুগলির (Hooghly) রিষড়ায় (Rishra) রাম নবমীর (Ram Navami) শোভাযাত্রায় পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল হয়। ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের কর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এর মাঝেই এই ঘটনায় সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "দুষ্কৃতী ও প্রতারকদের কড়া হাতে দমন করা হবে। তাদের এত ছোট করে দেওয়া হবে যেমন তারা জন্মের সময় ছিল। গণতন্ত্র (Democracy) কখনও বেলাইন (derailed) হবে না। রাজ্য এই ধরনের ঘটনা গণ্ডগোল ও লুটতরাজের (arson & looting) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আইনভঙ্গকারীরা (Lawbreakers) খুব তাড়াতাড়ি বুঝতে পারবে তারা আগুন নিয়ে খেলা (playing with fire) করছে।"