Sovan-Baisakhi: বৈশাখীকে 'ফুলটুসি' বলে শোভনকে 'ডামি-জামাই' বলে কটাক্ষ কুণালের
ছবি ফেসবুক থেকে নেওয়া

কলকাতা, ১৬ জুন: জামাই ষষ্ঠীতে ফেসবুক প্রোফাইলে নিজের নাম বদলে ফেলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নাম পালটে 'আমি থেকে আমদের যাত্রা শুরু হল', বলে মন্তব্য করেন শোভন-বান্ধবী। বৈশাখী বন্দ্যোপাধ্যায় ( Baisakhi Banerjee) যখনই নিজেকে বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় বলে পরিচয়, তা নিয়ে যেমন রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে যায়, তেমনি সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু করে। এসবের মধ্যে শোভন, বৈশাখীকে কাটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে 'গ্ল্যাক্সোবেবি এবং ফুলটুসি' বলে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক। শোভন চট্টোপাধ্যায়কে 'ডামি-জামাই' বলেও কটাক্ষ করতে দেখা যায় কুণালকে।

আরও পড়ুন: Sovan Chatterjee: বৈশাখীর ফেসবুকে 'আমি থেকে আমরা' হতেই, শোভনকে ফ্ল্যাট ছাড়ার নোটিশ রত্নার ভাইয়ের

শুধু তাই নয়, শোভন যেভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির উইল করেছেন, সে বিষয়েও কটাক্ষ করেন কুণাল ঘোষ।

অন্যদিকে, নিজের নামের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের নাম জুড়তেই কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়রকে (Sovan Chatterjee) নোটিশ পাঠান তাঁর শ্যালক শুভাশিস দাস। শোভনকে আগামী ৭ দিনের মধ্যে গোলপার্কের প্ল্যাট ছাড়তে হবে বলে জানান রত্না চট্টোপাধ্যায়ের ভাই। শোভন চট্টোপাধ্যায় আর কোনওভাবেই ওই গোলপার্কের ফ্ল্যাটে থাকতে পারবেন না, ভাড়া দিয়েও নয় বলে স্পষ্ট জানান শুভাশিস দাস। যা নিয়ে তোলপাড় হয়ে যায় সংবাদমাধ্যম জুড়ে।