কলকাতা, ১০ নভেম্বর:'অপারেশন সূর্যদয়'-এর বর্ষপূর্তিতে নন্দীগ্রামে শহিদ স্মরণে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরে তীব্র আক্রমণ শানাল রাজ্যের শাসক দল। এদিন সভামঞ্চ থেকে নন্দীগ্রামের (Nandigram) মানুষের উদ্দেশ্যে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "আপনাদের কাছে মুখ্যমন্ত্রী নির্বাচনের সুযোগ এসেছিল। আপনারা মিস করেছেন।" এরপরই বিরোধী দলনেতার উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল মুখপাত্র।
তিনি বলেন, "নন্দীগ্রামে উপ-নির্বাচন হবে। নন্দীগ্রামে পুনর্গণনা হলে মমতা বন্দ্য়োপাধ্যায় ২২ হাজার ভোটে জিতবেন। শুভেন্দুকে (Suvendu Adhikari) ঘাড় ধরে নন্দীগ্রাম থেকে তাড়াব।" এদিনের বক্তৃতায় বেশির ভাগ সময়ই তৃণমূল নেতাদের নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী। আরও পড়ুন: মুর্শিদাবাদে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার ঘিরে ইট, পাটকেল ছুড়ল দুষ্কৃতীরা
এখানেই শেষ নয় কুণাল ঘোষ আরও বলেন, "শুভেন্দু অকৃতজ্ঞ, বেইমান। নন্দীগ্রামে দিনের পর দিন বিষ ছড়িয়েছে শুভেন্দু। মানুষকে ভাগ করেছে শুভেন্দু। শুভেন্দু অধিকারী নরকের কীট। গদ্দার, মীরজাফর, বিভীষণ।"
অন্যদিকে, বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সততা নিয়ে প্রশ্ন তোলায় হাওড়া সদর বিজেপি(BJP) সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করল বঙ্গ বিজেপি। সুরজিৎ সাহার উদ্দেশে লেখা চিঠিতে বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় জানান,'সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আদেশানুসারে অবিলম্বে বহিষ্কার করা হল।'