Photo Credits: Wikimedia Commons

কলকাতাঃ কুলতলিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। এই ঘটনায় রাজ্য পুলিশ প্রশাসনের নিশক্রীয়তার অভিযোগ তুলছেন সাধারণ মানুষের। এ বারকুলতলি কাণ্ডে এখনই জনস্বার্থ মামলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। 'আগে ময়নাতদন্ত হতে দিন' বলে বিশ্লেষণ আদালতের। প্রসঙ্গত, জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার বিশেষ বেঞ্চে শুনানি হয়। এই ঘটনায় পুলিশর ভূমিকায় অসন্তুষ্ট আদালত। পকসো আদাতলে মামলা স্থানান্তরের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ দিন বিচারপতি প্রশ্ন করেন, ময়নাতদন্তের রিপোর্টে যৌন নির্যাতনের ইঙ্গিত থাকা সত্ত্বেও কেন পকসো আইনে মামলা রুজু হল না? অন্যদিকে কল্যাণী জেএনএম হাসপাতালে ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এইমসের বিশেষজ্ঞরা ময়নাতদন্ত করছেন। প্রসঙ্গত, গত গত শুক্রবার কুলতলিতে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনা পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা কুলতলি।বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালানো হয়। এমনকী থানায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

 কুলতলি কাণ্ডে জনস্বার্থ মামলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট