কলকাতা, ১ জানুয়ারি: বছরেরর প্রথম সকালটা কলকাতাবাসীর কাটল কুয়াশা দেখে। তবে সারারাত বা অনেক রাত অবধি পার্টির পর শহরবাসীর ঘুম ভাঙতে দেরি হল। একে বছরের প্রথম দিন, তার ওপর রবিবার। একেবারে ছুটির আমেজে আছে শহরের। তবে এমন একটা দিনে তেমন শীত নেই। শিরশিরে ঠান্ডাটা তেমন জমল না।
এদিন, সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা শহর। উধাও হাড় কাঁপানো ঠান্ডা। নতুন বছরের প্রথম দিনটায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শহর কলকাতার মতই আবহাওয়ার এই পরিস্থিতি বহাল অধিকাংশ জেলাতেই। আপাতত দিন তিনেক এমন পরিস্থিতিই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী দু তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট উচ্চচাপ বলয়ের কারণে রাজ্যে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। আরও পড়ুন-বর্ষবরণের রাতেই ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ বিস্তীর্ণ এলাকা
২০০৪ সালে এমন ডিসেম্বর এমন উষ্ণ শহর দেখেছিল। তার দীর্ঘ ১৮ বছর পর উষ্ণতম ডিসেম্বর দেখেছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন বছরেও খুব বেশি পারদ পতনের সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী ২০২৩ এর প্রথম সপ্তাহেও সর্বনিম্ন ১৫ ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা।