কলকাতা, ১৬ জুলাই: Kolkata Weather Forcast: তবে বেলা বাড়তে আকাশ পরিষ্কার হয়। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গিয়েছে। তাই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সোমবার ও মঙ্গলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হল। তবে বুধবার আকাশ পরিষ্কার হতে চলেছে। ভারী কোনও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। তবে দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী ও কালিম্পিংয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে। এখন নাগাল্যান্ড ও গুজরাটে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন এলাকায়। তবে সেটা আগামী দু দিনে বঙ্গে প্রভাব ফেলার সম্ভাবনা কার্যত নেই।
এরপর শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে। অন্ধপ্রদেশ ও ওডিশা উপকূলীয় নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। আর তাই শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। মধ্যে কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আগামী ২১ জুলাই, রবিবার তৃণমূলের শহীদ দিবস উদযাপন। গোটা রাজ্য, বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ তৃণমূলের শহীদ দিবসে যোগ দেবেন। তাই সবার আগ্রহ সেদিনের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে। আলিপুর আবহাওয়া দফতর প্রাথমিক পূর্বাভাষ জানাচ্ছে,রবিবার ২১ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা ও অন্ধ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।