Kolkata Rain: নিউটাউনের রাস্তায় এক হাঁটু জল, পটাপট ১৫ কেজির কাতলা মাছ ধরলেন তরুণী
Fish In NewTown Road (Photo Credit: Youtube)

কলকাতা, ২৩ সেপ্টেম্বর: বঙ্গোপোসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং তার জেরে নিম্নচাপ৷ একের পর এক নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায়৷ এক নাগাড়ে টানা বৃষ্টির (Rain) জেরে কলকাতার (Kolkata) বহু রাস্তা বর্তমানে জলের তলায়৷ শহর কলকাতার মতো গড়িয়া থেকে নিউটউন বা দমদম পার্ক, সর্বত্র জলের তলায় রাস্তা৷ এবার সেই জলে ডোবা রাস্তা থেকে এমন একটি ভিডিয়ো উঠে এল, যা দেখলে চক্ষু চড়কগাছ হয়ে উঠবে আপনার৷

এক নাগাড়ে বৃষ্টির জেরে সম্প্রতি নিউ টাউনের (NewTown) রাস্তায় জল জমে যায়৷ সেই জমা জল থেকে পটপট করে মাছ ধরতে শুরু করেন এক তরুণী৷ সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হয় সামাজিক মাধ্যমে৷ যেখানে নিউ টাউনের রাস্তা থেকে ছোট ছোট মাছের পাশাপাশি ১৫ কেজির কাতলা মাছ (Fish)  ধরতে দেখা যায় বেশ কয়েকজনকে৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়৷

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের আঁখড়া নয়, তালিবানকে সরকারকে কড়া বার্তা ভারতের

দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিয়ো...

২২ সেপ্টেম্বর ইউটিউবে আপলোড করা ওই ভিডিয়োতে দেখা যায়, সল্টলেক (Saltlake)-নিউটাউনগামী রাস্তার উপর জল জমে রয়েছে৷ সেই জমা জল থেকে বেশ কয়েকজন মিলে মাছ ধরতে শুরু করেন৷ একটানা বৃষ্টির জেরে রাস্তা জলে ডুবে থাকলেও, সেখানে মাছ ধরে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওই দলটি৷