কসবায় ডিআই অফিসের সামনে শিক্ষকদের ওপর লাঠিচার্জের ঘটনাকে 'সামান্য বলপ্রয়োগ' বলে দাবি করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কিন্তু এই বলপ্রয়োগই বা করতে হল কেন, সবমিলিয়ে বিরোধীদের কড়া সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। এবার এই সমালোচনার জবাব দিতে কয়েকটি চাঞ্চল্যকর ভিডিয়ো পোস্ট করল লালবাজার। যেখান গতকাল ডিআই অফিসের সামনে কর্তব্যরত পুলিশের আগ্রাসী মনোভাবের কারণ সামনে এল। যার ফলে  কিছুটা হলেও স্পষ্ট হল যে এটা নিছকই প্রতিবাদ ছিল না, বরং পরিকল্পনামাফিক হামলা ছিল বিক্ষোভকারীদের।

ডিআই অফিসে আগুন লাগানোর চেষ্টা প্রতিবাদীদের

ছোট ছোট ক্লিপে ভর্তি ভিডিয়োগুলিতে কখনও দেখা যাচ্ছে উর্দিধারী পুলিশকে বেধড়ক মারধর করা হচ্ছে। কখনও আবার প্রতিবাদীদের মুখে শোনা যাচ্ছে, পেট্রল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দেওয়া হোক। আর এই কারণেই বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করেছে পুলিশ। এমনকী আক্রান্ত পুলিশ আধিকারিকদের মধ্যে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কলকাতা পুলিশ লিখছে, এই ধরনের অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে, কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।

দেখুন ভিডিয়ো

গুজব নিয়ে মন্তব্য কলকাতা পুলিশের

এর আগে গতকাল ডিআই অফিসের বাইরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো প্রকাশ্যে এনেছিল কলকাতা পুলিশ। সেই নিয়ে অনেকে সমালোচনা করেছিল। অনেকেরই দাবি ছিল যে পুরোনো ভিডিয়ো বলে গুজব ছড়াচ্ছিল। সেই কারণেই বৃৃহস্পতিবার ঘটনার সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে আনে পুলিশ প্রশাসন