সকাল থেকে এসএসসি দুর্নীতি নিয়ে বিক্ষোভ তিলোত্তমায়। যোগ্য চাকরিহারাদের প্রতিবাদ নিয়ে ধুন্ধুমার কসবায় ডিআই অফিস। একদিকে এই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক বাতিল করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, শিক্ষকদের ওপর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে লালবাজার ঘেরাও করে বিজেপি বিধায়করা। তাঁদের দাবি, পুলিশ নির্মমভাবে অত্যাচার চালিয়েছে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ওপর। লালবাজারে ঘেরাও কর্মসূচি হটানোর জন্য পুলিশ গ্রেফতার করে বিজেপি বিধায়কদের। অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), শঙ্কর ঘোষ (Shankar Ghosh) সহ একাধিক বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ।
লালবাজার থেকে ভিডিয়ো বার্তা অগ্নিমিত্রার
এদিকে এই নিয়ে লালবাজার থেকেই ভিডিয়ো করেন অগ্নিমিত্রা। এসএসসি দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা ডিআই দফতরে যে ঘটনা ঘটেছিল, সেই নিয়ে লালবাজারে প্রতিবাদ করেছিলাম। তারপরেই আমাদের ৮ জন বিধায়কে গ্রেফতার করা হয়। আজকে আমরা দেখেছি শিক্ষকদের ওপর কীরকম অত্যাচার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার দুর্নীতি করবে, আর সেই নিয়ে প্রতিবাদ করলেই পুলিশকে এগিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই যোগ্য, অযোগ্যদের তালিকা আলাদা করা হোক এবং যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।
দেখুন অগ্নিমিত্রা পালের বক্তব্য
মুখ্যমন্ত্রী দুর্নীতি করবেন আপনি! আর পথে নামলেই পুলিশকে লেলিয়ে দেবেন।
-@paulagnimitra1 , বিধায়িকা এবং রাজ্য সাধারণ সম্পাদিকা pic.twitter.com/l8rwuN8IsY
— BJP West Bengal (@BJP4Bengal) April 9, 2025
এসএসসি দুর্নীতি নিয়ে উত্তপ্ত শহর কলকাতা
প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই উত্তপ্ত শহর কলকাতা। চাকরিহারাদের বিক্ষোভ চলে ডিআই দফতরের সামনে। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিকে লালবাজারে বিজেপির মিছিলেও ধন্ধুমার অবস্থা।