সোনামুখী, ২১ নভেম্বর: মানসিক রোগে আক্রান্ত কিশোরীকে (Mentally Challenged Girl) বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল সাধু বাবার (Sadhu Baba) বিরুদ্ধে। বাঁকুড়ার সোনামুখীর (Bankura Sonamukhi) ঘটনা। চলতি সপ্তাহের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মহেশতলা থানার অন্তর্গত সরসুনা সোনামুখীর বাসিন্দা ওই কিশোরী।
এই সময়ের খবর অনুযায়ী, ১৬ বছরের ওই কিশোরী বাবা-মায়ের একমাত্র সন্তান। কিশোরীর যখন ৬ বছর বয়স তখন তাঁর বাবা-মা বুঝতে পারেন মানসিক রোগে আক্রান্ত সে। ছোটবেলা থেকেই অনেক চিকিৎসকের (Doctors) কাছে গিয়েও মেলেনি সুরাহা। ফলে হতাশায় ভুগছিলেন মেয়েটির বাবা-মা। প্রতিবেশী মারফৎ আলাপ হয় বাংলাদেশের (Bangladesh) সাধু শেখর রায়ের। এলাকায় শেখর পাগল (Sekhar Pagal) নামে পরিচিত ওই সাধুর কাছে মেয়েকে নিয়ে যান তার বাবা-মা। শেখর তাঁদের বলে, মেয়েকে তিন রাত তার কাছে রাখতে হবে। মাঝরাতে উঠে সে ঝাড়ফুঁক করবে। শেখরের কথায় যথারীতি দু'রাত মেয়েকে শেখরের ঘরে পাঠিয়ে দেন ওই দম্পতি (Couple)। তৃতীয় রাতে তাঁরা যখন মেয়েকে পাঠাতে যাবেন, তখন কান্নায় ভেঙে পড়ে মেয়ে। কারণ হিসেবে জানায়, শেখর তাকে দুরাত ধরে ধর্ষণ করেছে! আরও পড়ুন: Prashant Kishor Report Card: রিপোর্ট কার্ড বের করলেন প্রশান্ত কিশোর, আগামী নির্বাচনে ফিরছে তৃণমূলই
শেখরের খোঁজ করতে গিয়ে দেখেন, ততক্ষণে সে স্ত্রীকে নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ওই প্রতিবেশীকে ধরে বেদম প্রহার দেন এলাকার লোকেরা। তাঁদের দাবি, ওই সাধু বাংলাদেশ থেকে এসে আবার বাংলাদেশে পালিয়ে গিয়েছে। ইতোমধ্যেই ঘটনার অভিযোগ জানিয়ে এফআইআর (FIR) দায়ের করা হয় মহেশতলা থানায়। জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রতিবেশীকে আটক করেছে পুলিস (Police)। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।