Kolkata New Town Harinalaya . আলিপুর চিড়িয়াখানা পর শহরের আরও এক আকর্ষণ। নিউ টাউনে ইকো পার্ক থেকে এক কিলোমিটার দূরে গেলেই মিলছে শহরের দ্বিতীয় বড় চিড়িয়াখানা। হাঁস থেকে হরিণ, জিরাফ থেকে জেব্রা, কাকাতুয়া থেকে ম্যাকাও, সব কিছুই মিলবে নিউ টাউনের হরিণালয়ে। আগামী দিনে বাঘ, সিংহ, শিম্পাঞ্জি সহ আরও বেশ কিছু জন্তুও হাজির হচ্ছে সেখানে। নিউ টাউনের গগণ চুম্বি শহুরে পরিবেশে এবার গেলে দেখতে পাওয়া যাবে জঙ্গলের পশু, পাখিদের। নিউ টাউনে অফিস পাড়া থেকে শোনা যেতে পারে বাঘের ডাক।

নিউটাউনে হরিণালয়ের (Harinalaya) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হরিণালয় খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা। হরিয়াণালয়ের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৩০ টাকা। ইকো পার্কের টিকিট কাটলে অবশ্য বিনামূল্যেই হরিয়াণালয় ঘুরে দেখতে পারা যাবে। আরও পড়ুন-কয়লা কাণ্ডের তদন্তে কলকাতায় ফের হানা ইডির, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি টাকা

দেখুন হরিণালয়ের ভিডিয়ো

২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ই নিউটাউনে উদ্বোধন করেছিলেন ‘হরিণালয়’-এর। সেখানে এতদিন শুধু হরিণই দেখা যেত। তবে এবার থেকে এই হরিণালয় থেকে একেবারে পুরোপুরি চিড়িয়াখানা তৈরি করা হল। নিউটাউনে দ্বিতীয় এই চিড়িয়াখানাটি তৈরি করতে খরচ হয়েছে ১৯ কোটি ৫০ লক্ষ টাকা।