কলকাতা: শিক্ষা (Education) ও আবাসের ক্ষেত্রে মতো বিভিন্ন কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির (Central Investigation Agency) তৎপরতায় পশ্চিমবঙ্গের শাসকদল (West Bengal Ruling Party) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এমনিতেই অস্বস্তিতে রয়েছে। এর মাঝেই বুধবার কয়লা কাণ্ডের (Coal Scam) তদন্তে ফের কলকাতার এক ব্যবসায়ীর অফিসে হানা দিল আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী ইডির (Enforcement Directorate) তদন্তকারীরা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, কলকাতায় গজরাজ গ্রুপের (Gajraj Group) অফিসে হানা বুধবার সন্ধে পর্যন্ত এক কোটি টাকা উদ্ধার হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি আরও চলছে। আরও টাকা উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে।
Enforcement Directorate (ED) conducts a raid on the office of Gajraj Group in Kolkata, West Bengal in connection with a coal case. Approx Rs 1 Crore recovered so far, counting of notes is still underway. pic.twitter.com/RhfnI1IzaS
— ANI (@ANI) February 8, 2023