কলকাতা, ১৯ ডিসেম্বর: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ১৪৪টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ (Poll)। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬।
ভোট ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট ২৩ হাজার বাহিনী থাকছে রাস্তায়। ভোটকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি। প্রতি ভোটকেন্দ্রে মোতায়েন সশস্ত্র বাহিনী। প্রতিটি স্পর্শকাতর এলাকায় কিউআরটি (QRT), এইচআরএফএস (HRFS) থাকবে। মোট ২৫টি কিউআরটি ও ৩৫টি এইচআরএফএস দল থাকছে। এছাড়া মোট ১৪০টি মোটরসাইকেল নজরদারি চলবে।
লাইভ আপডেট:
- বিকেল ৪টে পর্যন্ত ভোটের হার ৫২.৮ শতাংশ।
- সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক চলাকালীন শুভেন্দুর বাড়ি ঘিরল পুলিশ।
- কলকাতা পুরভোটে দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৩৮ শতাংশ
- দুপুর ২.৩০টা- টাকি স্কুলের ঘটনায় গ্রেফতার ১। পুরভোটে অশান্তিতে এখনও পর্য়ন্ত ৭৫জনকে গ্রেফতার করা হয়েছে।
- দুপুর ২টো- মোটের উপর শান্তিপূর্ণ ভোট', জানালেন জয়েন্ট CP হেডকোয়ার্টার্স শুভঙ্কর সরকার।
- দুপুর ১ থেকে রাজ্যের সর্বত্র বিজেপির বিক্ষোভ কর্মসূচি
- ব্রেবোর্ন রোডে ৪৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস এজেন্টদের মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- কলকাতা পুরভোটে বেলা ১১টা পর্যন্ত ভোটের হার ১৯ শতাংশ।
- শিয়ালদায় টাকি স্কুলের সামনে বোমাবাজি। গুরুতর আহত ১। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
Kolkata Civic Polls | Crude bomb hurled outside a polling booth- Taki Boys School; 1 voter injured pic.twitter.com/52MTTI0wnC
— ANI (@ANI) December 19, 2021
- জোড়াবাগানে ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মুকুন্দ ঝাওয়ারকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- ৮১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তানিয়া পালকে অনুসরণ করার অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে।
- নারকেলডাঙায় ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গিরিশকুমার শুক্লাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- তালতলা এলাকায় ৫৩ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই তৃণমূল ও কংগ্রেস কর্মীদের হাতাহাতি। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের।
- বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজি। পরপর দুটি বোমা পড়ে।
- ২৮ নম্বর ওয়ার্ডে বিরিয়ানি ও চিকেন চাপ খাইয়ে ভোটারদের প্রলুব্ধ করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করছে বিজেপি, সেই বিরিয়ানি ভোটারদের দিয়ে প্রভাবিত করতে চাইছে তারা, অভিযোগ তৃণমূলের।
- গাঙ্গুলিবাগানে ১০১ নম্বর ওয়ার্ডে কলতান কমিউনিটি সেন্টারে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ।
- উল্টোডাঙায় ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী বিরতি দত্তকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
- মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে ৬টি বুথে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- কলকাতা পুরভোটে সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার ৯ শতাংশ
- ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী কার্যালয় বন্ধ করল পুলিশ।
- মানিকতলার ১২¸১৬ এবং ১৩ নম্বর ওয়ার্ড, কাশীপুর-বেলগাছিয়ার ১ নম্বর, ৪ নম্বর ওয়ার্ড, চৌরঙ্গীর ৪৪, ৪৯, ৪৬ নম্বর ওয়ার্ড, বেহালা পশ্চিমের ১১৯ নম্বর ওয়ার্ডে ইভিএম কাজ না করার অভিযোগ।
- জোড়াবাগানে বিজেপি প্রার্থী মীনাদেবী প্রার্থীকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ।
- ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা
- ৪৫ নম্বর ওয়ার্ডে টি বোর্ডের সামনে উত্তেজনা। কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। কংগ্রেসের অভিযোগ, বহিরাগতদের এনে ভোট করানো হচ্ছে। ভুয়ো ভোটার ধরার দাবি কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের। অভিযোগ ওড়াল তৃণমূল। পাল্টা দলবল নিয়ে ঘোরার অভিযোগ শাসকদলের।
- বেলগাছিয়ায় ৫ নম্বর ওয়ার্ডে কুমুদিনী বিদ্যাপীঠে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Voting begins for Kolkata civic polls, visuals from ward no. 134 APJ Abdul Kalam English Medium School
Counting of votes will take place on Dec 21 pic.twitter.com/8JvLKiNm85
— ANI (@ANI) December 19, 2021
- চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে বুথের সামনে ফিরহাদ হাকিমের ছবি। পুলিশের নির্দেশে ছবি সরালেন তৃণমূল কর্মীরা।
- ১১০ নম্বর ওয়ার্ডে গড়িয়ার ব্রিজি এটি নস্কর হাইস্কুলে সিপিএম এজেন্টকে হুমকি, বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- শিয়ালদার টাকি গার্লস স্কুলে কংগ্রেসের এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
- ৯৩ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের ছবি
Voting begins for Kolkata civic polls, visuals from ward no. 93 Govindpuri Primary School
Voting will be held in 1,776 polling stations. Counting of votes will take place on Dec 21 pic.twitter.com/pMxncj8sKs
— ANI (@ANI) December 19, 2021
- জোড়াসাঁকোয় ৪৪ নম্বর ওয়ার্ডে একটি বুথের সামনে শাড়ির গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন।
- বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খন্না হাইস্কুলে বুথের সিসি ক্যামেরা ঢেকে রাখার অভিযোগ বামেদের।
- শুরু হয়ে গেল কলকাতা পুরসভা নির্বাচন। সকাল সাতটা থেকেই বুথমুখী ভোটদাতারা।