Durga Puja 2021: দুর্গাপুজো উপলক্ষে এই ৩ দিন সময়সূচি বদলাচ্ছে কলকাতা মেট্রো
Kolkata Metro | Representative Image (Photo Credit: Metro Rail Kolkata @metrorailwaykol Twitter Page)

কলকাতা, ৬ অক্টোবর: দুর্গাপুজো (Durga Puja 2021) উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পাতালরেল চলাচলের সময়সূচি বদলাচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro)৷ এই কদিন সকাল দশটা নাগাদ প্রথম মেট্রো দমদম থেকে ছাড়বে৷ একই ভাবে রাত ১১ টায় দমদম থেকে ছেড়ে যাবে শেষ মেট্রো৷ করোনাকালে পুজো দেখাতে হাজারও নিষেধাজ্ঞা জারি হলেও মণ্ডপে যে দর্শণার্থীদের অল্প বিস্তর ঢল নামবে তা বলাই বাহুল্য৷ সরকারি বেসরকারি অফিস ছুটি থাকবে৷ তাই সাত সকালে মেট্রো না চালিয়ে বেলা ১০টা থেকে শুরু হবে পথচলা৷ একেবারে রাত ১১টা পর্যন্ত৷ কেন্দ্রের ও কলকাতা হাইকোর্টে নির্দেশ মেনে মণ্ডপের বাইরে থেকেই দর্শর্ণার্থীদের ফিরতে হবে৷ আরও পড়ুন-PM Modi Mourns the Death of Arvind Trivedi and Ghanashyam Nayak: ঘনশ্যাম নায়েক ও অরবিন্দ ত্রিবেদীর প্রয়াণে গভীর শোক প্রকাশ নরেন্দ্র মোদির, (দেখুন টুইট)

বছর ভর অপেক্ষা এই চারটি দিনের৷ তবে মহামারী গত এক বছরে দারুণ প্রভাব ফেলেছে সব ক্ষেত্রেই৷ তবুও এবার পুজোর আনন্দে মেতেছে কলকাতা৷ কুমোরটুলিতে সাজ সাজ রব৷ শেষমুহূর্তের প্রস্তুতি তুঙ্গে মণ্ডপে মণ্ডপে৷ উদ্যোক্তারাও ছোটাছুটি করছেন৷ মা আসছে, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে৷ আজ বিভিন্ন মণ্ডপে চক্ষুদান চলছে৷ দুর্গাপুজোর সময়েই ভারতের অন্যপ্রান্তে চলে নবরাত্রী৷ আগামী ১৫ তারিখে দশেরা৷ ৪ নভেম্বরে দীপাবলি৷