হর্ষ নেওটিয়া ও সৌরভ গাঙ্গুলি (Photo: TWITTER)

কলকাতা, ২৫ মার্চ: করোনাভাইরাসের সংক্রমণ (Coronavirus pandemic) রুখতে দেশজুড়ে ২১ দিন লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন তিনি। রাজ্যেও একই পরিস্থিতি। তবে পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট তৎপর সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা হয়েছে কোয়ারান্টাইন সেন্টার। প্রতিটি হাসপাতালে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। দেশের এমন পরিস্থিতিতে সরকারকে সাহায্য করতে এগিয়ে এলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া ( Harsh Neotia)। কোয়ারান্টাইন সেন্টার (Quarantine Center) হিসেবে যাতে তাঁর ‘দ্য রায়চক রিসর্ট’ বা ‘ফোর্ট রায়চক’ ব্যবহার করা হয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) কাছে সেই আবেদনই করলেন তিনি। শিল্পপতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রাজনৈতিক থেকে চিকিৎসকমহল।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, ইতিমধ্যেই এই রিসর্ট পাকাপাকিভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেনে নেওটিয়া। আর কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। শিল্পপতি জানিয়েছেন, করোনাভাইরাস ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। এই পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই সময় স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য যা প্রয়োজনীয়, তার সবটাই করতে তিনি প্রস্তুত। তাই নিজের রিসর্টটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। এই রিসর্টে মোট ৩০টি স্যুইট রয়েছে। জানা গিয়েছে, প্রতিটিই যাতে করোনার কাজে ব্যবহার করা হয়, তার আবেদন করেছেন নেওটিয়া। আরও পড়ুন: CM Mamata Banerjee: বৈচিত্রের দেশ ভারত, করোনাত্রস্ত দেশবাসীকে উগাডি- গুডিপাডওয়ার শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি

তবে শুধু হর্ষ নেওটিয়া নয়, ইডেন গার্ডেন্সকে কোয়ারান্টাইন সেন্টার হিসেবে রাজ্য সরকার ব্যবহার করতে পারে বলে জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেন, "সরকার যদি চায় ইডেনের ইন্ডোর এবং ডরমিটরিকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র করে তোলা যেতে পারে। এ ব্যাপারে আমরা প্রস্তুত।" করোনাভাইরাসের মোকাবিলায় হাওড়ার ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে ইতিমধ্যেই হাসপাতাল হিসেবে গড়ে তুলেছে সরকার। প্রয়োজনে আরও স্টেডিয়াম নেওয়া হবে। সেই জন্যেই ইডেন নিয়ে আগাম বার্তা দিয়ে রাখলেন সৌরভ। তিনি বলেন, "যদি সরকার আমাদের সঙ্গে কথা বলে, তাহলে আমরা ইডেনে সমস্ত রকম সুযোগ-সুবিধা উজাড় করে দেব। এ নিয়ে কোনও সমস্যা হবে না।"