জুনিয়র ডাক্তাররা ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
মমতা ব্য়ানার্জি। (Photo Credits: IANS/File)

কলকাতা, ১৩ জুন:  চার ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে কোনওরকম সরকারি সহযোগিতা মিলবে না। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কড়া হুঁশিয়ারি দলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সাফ জানালেন চারঘণ্টার মধ্যে কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিতে হবে। এই নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেবে সরকার। যাঁরা সরকারি নির্দেশিকা মেনে কাজে যোগ দেবেন, তাঁদের পাশেও সরকার থাকবে। তবে বাকিদের কিহবে তিনি জানেন না। আরও পড়ুন- Doctors' Strike in West Bengal: স্বাস্থ্য পরিষেবা চরম সঙ্কটে, ৬০ ঘণ্টা পরেও অচল NRS, শহরে পথ অবরোধে রোগীর আত্মীয়রা

এ দিন হাসপাতালে গিয়ে প্রথমে জরুরি বিভাগের সামনে এবং গোটা চত্বরের পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তার পর জরুরি বিভাগের সামনে এক রোগীর সঙ্গেও কথা বলেন। তার পরই কড়া বার্তা দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আজকের মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। এনাফ ইজ এনাফ। মানুষকে পরিষেবা দিতে হবে। দমকল যদি বলে আগুন নেভাব না, পুলিশ যদি বলে কাজ করব না, সেটা হতে পারে না।’’ যদিও এরপরেই হাসপাতাল চত্বরে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে ঘেরাও করে ফেলেন, স্লোগান ওঠে মুখ্যমন্ত্রী হায় হায়।

উল্লেখ্য, এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের মারধরের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন হবু চিকিৎসকরা। এর জেরে হাসপাতালের জরুরি পরিষেবা মাথায় উঠেছে। রোগী নিয়ে এসে হয়রানির মুখে পড়ছেন পরিবারের সদস্যরা, বন্ধ আউটডোর। এই অচলাবস্থা কাটাতেই এদিন এসএসকেএমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে চিকিৎসকদের। না হলে সরকার পাশে থাকবে না। যাঁরা কাজে যোগ দেবেন, তাঁদের সব রকম সাহায্য করা হবে। কিন্তু যাঁরা যোগ দেবেন না, তাঁদের পাশে সরকার থাকবে না।’’ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এরা জুনিয়র ডাক্তার নন, সব আউটসাইডার।’’ হবু চিকিৎসকরা কাজে যোগ না দিলে হস্টেল ছাড়তে বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।’’