কলকাতা, ১০ সেপ্টেম্বর: করোনা আক্রান্ত কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার অনুজ শর্মা (CP Anuj Sharma)। বর্তমান তিনি হোম কোয়ারান্টিনে রয়েছেন। জানা যাচ্ছে, পুলিশ কমিশনারের হালকা উপসর্গ রয়েছে। বৃহস্পতিবার সকালেই তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে
জানা গেছে, চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখার কথা বলেছেন। গত কয়েক দিন ধরেই তিনি সামান্য অসুস্থ বোধ করছিলেন। কোভিডের মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। সামান্য জ্বরও আছে বলে জানা গেছে। এর পরেই বুধবার তিনি কোভিড পরীক্ষা করান। সেই রিপোর্ট আজ সকালে আসে। আরও পড়ুন: Kolkata Metro: ১৪ সেপ্টেম্বর থেকে ছুটবে কলকাতা মেট্রো, NEET পরীক্ষার্থীদের জন্য ১৩ সেপ্টেম্বর বিশেষ পরিষেবা
এদিকে কলকাতা পুলিশের আরও এক অফিসারের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল। অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর গৌতম মাহাতোর মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। আজ তিনি প্রাণ হারান।