Victoria Memorial. (Photo Form X)

কলকাতা, ২৪ মে: আগামী ২৮ মে মঙ্গলবার থেকে দু'মাসের জন্য কলকাতার একাধিক এলাকায় জারি হচ্ছে ১৪৪ ধারা। সেই দিনই আবার কলকাতায় রোড শো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র। আর কলকাতায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে পয়লা জুন।আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী কেসি দাসের মোড় থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে রাস্তায় হিংসাত্মক ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে ২৮ মে থেকে ২৮ জুলাই কলকাতার একাংশে জারি থাকবে ১৪৪ ধারা।

যে কারণে আগামী দু মাস কলকাতার কোনও নির্দিষ্ট এলাকায় মিছিল, মিটিং, পথসভা/ রোড শো বা অন্য কোনোরকম জমায়েত করা যাবে না। পাশাপাশি মঙ্গলবার থেকে আগামী দু'মাস কলকাতার ওই নির্দিষ্টি এলাকাগুলিতে পাঁচ জনের বেশি-র জমায়েত করা যাবে না।

দেখুন খবরটি

পরে এই খবরকে বিভ্রান্তমূলক দাবি করে কলকাতা পুলিশ জানায়, এটা রুটিন সতর্কতা। আশঙ্কার কিছু নেই।

দেখুন কলকাতা পুলিশের টুইট বার্তা

এই বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে আগের কপির অর্ডার অ্যাটাচ করা হয়েছে।