কলকাতা, ২০ মে: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় পথে নামল বিজেপি (BJP)। এসএসসি নিয়োগ মামলায় শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে পথে নামেন বিজেপির কর্মী, সমর্থকরা। যা নিয়ে কার্যত উত্তাল হয়ে ওঠে মহানগরের রাজপথ।
Kolkata | BJP workers protest against Mamata Banerjee government over the issue of the alleged SSC scam pic.twitter.com/fER4CVYXKn
— ANI (@ANI) May 20, 2022
এদিকে সিবিআই দফতরে আজ ফের হাজির হন মন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary)। বৃহস্পতিবারের পর ফের আজ রাজ্যের মন্ত্রীকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে শুক্রবার সকালেই সিবিআই (CBI) দফতরে হাজির হন পরেশ অধিকারী। আজ সকাল ১১টার পর নিজাম প্যালেসে হাজির হন পরেশ অধিকারী। কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজাম প্যালেসে হাজির হন মন্ত্রী। এসএসসি (SSC) দুর্নীতিকাণ্ডে বৃহস্পতিপ্রায় প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় পরেশ অধিকারীকে। এসএসসি দুর্নীতিকাণ্ডে মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নয় সিবিআই। তার জেরেই আজ ফের পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশে দেওয়া হয়। সেই অনুযায়ী, আজ সকাল ১১টার পর নিজাম প্যালেসে হাজির হন পরেশ।
আরও পড়ুন: Paresh Adhikary: জবাবে সন্তুষ্ট নয় সিবিআই, এসএসসি মামলায় ফের নিজাম প্যালেসে পরেশ অধিকারী
অন্যদিকে পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikary) চাকরি গেল এসএসসি দুর্নীতির জেরে। তাঁকে স্কুল শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এছাড়াও এতদিন পর্যন্ত নেওয়া বেতনও ফেরাতে হবে অঙ্কিতাকে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।