অবশেষে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। শিশির অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথিতে আইনজীবী ঊর্বশী ভট্টাচার্য-কে দাঁড় করাল কংগ্রেস। কলকাতার আইনজীবী ঊর্বশী একটা সময় কাঁথিতে দলের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেস করছেন। দলের 'ওয়ার রুম'-এর চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিনি কাঁথিতে (Kanthi) কংগ্রেস সংগঠনের দায়িত্বে ছিলেন।
এবার কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি-র হয়ে দাঁড়িয়েছেন শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু অধিকারী। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। গত লোকসভা নির্বাচনে কাঁথিতে মাত্র ১৬ হাজারের মত ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী দীপক দাস। তবে গতবার সিপিএমও প্রার্থী দিয়ে ৭৬ হাজার ভোট পেয়েছিল। এবার কাঁথিতে কংগ্রেসকে সমর্থন করছে সিপিএম। গতবার কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে ১ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে বিজেপির দেবাশিষ সামন্ত-কে হারান শিশির অধিকারী।
দেখুন খবরটি
कांग्रेस अध्यक्ष श्री @kharge की अध्यक्षता में आयोजित 'केंद्रीय चुनाव समिति' की बैठक में लोकसभा चुनाव, 2024 के लिए ओडिशा और पश्चिम बंगाल के कांग्रेस उम्मीदवारों की लिस्ट। pic.twitter.com/hjofEv8IHU
— Congress (@INCIndia) April 20, 2024
কাঁথির পাশাপাশি ওডিশার তিনটি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল হাত শিবির। সম্বলপুর থেকে কংগ্রেসের হয়ে লড়বেন দুলাল চন্দ্র প্রধান। কেওনঝড় (সংরক্ষিত) ও আসকা আসন থেকে লড়বেন যথাক্রমে বিনোদ বিহারী নায়েক ও দেবকান্ত শর্মা।