মুম্বই, ৭ মে: 'ক্ষমতা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে চুপ করাতে চাইছেন।' উল্টোডাঙা থানায় অভিযোগ দায়েরের পর ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলের স্টোরিতে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন বলিউড (Bollywood) অভিনেত্রী।
২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত বলে অভিযোগ করেন কঙ্গনা (Kangana Ranaut)। নিজের ট্যুইটার হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে একের পর এক ট্য়ুইট করলে, তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়।
আরও পড়ুন: Shilpa Shetty: করোনায় আক্রান্ত শিল্পা শেট্টির একরত্তি মেয়ে, আক্রান্ত অভিনেত্রীর ছেলেও
পশ্চিমবঙ্গ (West Bengal) নিয়ে খবর ছড়িয়ে কঙ্গনা যা করছেন, তাতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এরপরই উল্টোডাঙা থানায় অভিনেত্রীর বিরুদ্ধে এফআফআর দায়ের করেন ঋজু দত্ত নামে তৃণমূল কংগ্রেসের এক সমর্থক।
উল্টোডাঙা থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে শোরগোল জুড়ে দেন 'ধাকড়' অভিনেত্রী।