Kali Pujo 2023: কলকাতার একাধিক স্থানে কালী পুজোর মণ্ডপের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (দেখুন ভিডিও)
CM Mamata Banerjee Innagurate Kali Puja Photo Credit: Facebook@Mamata Banerjee

পুজোর (Durga Puja 2023) ঠিক আগেই পায়ে চোট পেয়েছিলেন, সেই কারণে এবার বাড়ি বসেই প্রায় ১২০০ দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালিই সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি সারলেও, কালীপুজোর (Kali Puja 2023) উদ্বোধনে সশরীরেই উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী। বুধবার মুখ্যমন্ত্রী জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব (ছয়ের পল্লী শ্যামাপুজো)-সহ একাধিক পুজোর উদ্বোধন করেছেন। কালিপুজোর উদ্বোধনের কথা শেয়ার করে নিয়েছেন নিজের ফেসবুকেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টের শুরুতেই লিখেছেন, ‘দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসীরে॥’