কলকাতা, ৭ জুলাই: নন্দীগ্রামে ভোটের (Nandigram Case:) ফলাফল নিয়ে আদালতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মামলার বিচারের দায়িত্বভার নেন বিচারপতি কৌশিক চন্দ৷ পরে দিলীপ ঘোষের সভায় কৌশিক চন্দের উপস্থিতির প্রমাণ মিলতেই সরব হয় তৃণমূল কংগ্রেস৷ কীকরে এমন একজন বিচারপতির এজলাসে নন্দীগ্রাম মামলা যেতে পারে তানিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে যায়৷ এর জের আজ বুধবার নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ৷ তিনি বলেন, “যদি একজন আইনজীবী কোনও দলের হয়ে দাঁড়াতে পারেন। তখন তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে না। একজন বিচারপতিও সাধারণ মানুষ। তাঁরও কাউকে ভাল লাগতে পারে। তবে কাজের সঙ্গে এর কোনও যোগ নেই।” আরও পড়ুন-Dilip Kumar Passes Away: কিংবদন্তী দিলীপ কুমারের প্রয়াণে টুইটারে শ্রদ্ধা জ্ঞাপন অনুরাগী মহলের
Justice Kausik Chanda of Calcutta HC recuses himself from hearing CM Mamata Banerjee's petition challenging election of Suvendu Adhikari from Nandigram
— Press Trust of India (@PTI_News) July 7, 2021
এখানেই শেষ নয়, মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতকে কলুষিত করার অভিযোগ করেছেন বিচারপতি কৌশিক চন্দ৷ একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানাও ঘোষণা করেছেন তিনি৷ জানিয়েছেন, জরিমানার অর্থ করোনায় সেবামূলক কাজে ব্যবহার করা হবে৷ এদিকে জরিমানার বিষয়টির বিরোধিতা করে শাসকদলের নেতা শেখ সুফিয়ান বলেন, “একজন সাংবিধানিক প্রধানকে জরিমানা করা হচ্ছে কী কারনে! আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করব৷”