
নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টের(Supreme Court) বিচারপতি হিসেবে শপথ নিলেন জয়মাল্য বাগচী(Justice Joymalya Bagchi)। সোমবার সকালে বিচারপতি বাগচীকে শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না(Sanjiv Khanna) ৷ এদিন বিচারপতি হিসেবে শপথ নিয়েই প্রধান বিচারপতির বেঞ্চে আরজি কর মামলার শুনানিতে বসেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জয়মাল্য বাগচী। তাঁকে নিয়ে শীর্ষ আদালতে বিচারপতির মোট সংখ্যা হল ৩৩ ৷ যদিও সুপ্রিম কোর্টে অনুমোদিত মোট বিচারপতির সংখ্যা অবশ্য ৩৪। আগামী ৬ বছরের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন জয়মাল্য বাগচী ৷ অবসর নেবেন ২০৩১ সালের ২ অক্টোবর। ২০৩১ সালের ২৫ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করবেন বিচারপতি কেভি বিশ্বনাথন। এরপর বিচারপতি বাগচী দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন জয়মাল্য বাগচী
উল্লেখ্য,গত বছরের ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম আলোচনার ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে নিয়োগের সুপারিশ করা হয়। ১০ মার্চ, বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে সিলমোহর দেয় কেন্দ্রীয় আইনমন্ত্রক প্রসঙ্গত, ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন জয়মাল্য বাগচী। এরপর সাময়িকভাবে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হয় তাঁকে। কিন্তু, ওই বছরের ৮ নভেম্বরের মধ্যেই তিনি কলকাতায় ফিরে আসেন।
সুপ্রিম কোর্টে যাত্রা শুরু জাস্টিস জয়মাল্য বাগচী
Justice Joymalya Bagchi has been sworn in as a Supreme Court judge. He is poised to become the Chief Justice of India in May 2031. This appointment brings the Supreme Court closer to full strength.#JusticeJoymalyaBagchi pic.twitter.com/3nFoaFXVhI
— DD News (@DDNewslive) March 17, 2025