আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সবই স্বাভাবিক চলছিল। কিন্তু বুধবার রাত থেকে ফের প্রতিবাদ শুরু হল আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital)। জানা যাচ্ছে, যাঁরা হাসপাতালে হুমকির সংস্কৃতি চালিয়ে যাচ্ছিলেন তাঁদের বিরুদ্ধে অভ্যন্তরিণ কমিটি তদন্ত করছে। চিহ্নিত করা হয়েছে ৫১ জন চিকিৎসক, হাউস স্টাফ ও ইন্টার্নদের। এদের মধ্যে কয়েকজন হাসপাতালে ঢুকতেই প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা। কার্যত উত্তেজিত পরিস্থিতি দেখা যায় হাসপাতাল চত্বরে। কার্যত দুই পক্ষের মধ্যে বচসা হয় এবং জুনিয়র ডাক্তাররা অভিযুক্তদের দিকে ধেয়েও যায়। যদিও এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এই হুমকি সংস্কৃতি যাঁরা চালিয়ে যাচ্ছিলেন তাঁদের মধ্যে আজ ১২ জনকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তলবও করা হয়ছিল। তারপরেও তাঁদের কেন হাসপাতাল চত্বরে দেখা গিয়েছে এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন অনেকে। হাসপাতালে অভিযুক্তদের উদ্দেশ্যে উঠে আসে চোর চোর, মলেস্টার সহ একাধিক স্লোগান উঠে আসে। পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে চলে আসে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সিআইএসএফ জওয়ানদের নিরাপত্তাতেই হাসপাতাল থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে আসেন অভিযুক্ত চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা।
#WATCH | Kolkata, West Bengal: Junior doctors paid tribute to RG Kar Medical College & Hospital rape-murder victim pic.twitter.com/yLiyGzS5sv
— ANI (@ANI) September 25, 2024
অন্যদিকে এদিন নিহত মহিলা জুনিয়র চিকিৎসকের স্মরণে একত্রিত হয়েছিলেন একাধিক চিকিৎসক। তাঁকে সম্মান জানাতে হাতে মোমবাতি নিয়ে নীরবতা পালন করেন জুনিয়র চিকিৎসকেরা। প্রসঙ্গত, গত ৯ অগাস্ট হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়ছিল ওই চিকিৎসককে। তারপরেই বাংলা তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় প্রতিবাদ।