আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের প্রতিবাদে ফের রাস্তায় নামতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। জানা যাচ্ছে আগামী মহালয়া অর্থাৎ ২ অক্টোবর মহামিছিল ও মহাসমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চলবে এই মিছিল। আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, এই মিছিলে সমস্ত ধরনের, সমস্ত পেশার মানুষেরা এই মিছিলে যোগদান করতে পারবেন। দুপুর ১টা থেকে শুরু হবে এই মিছিল। যদিও এই মিছিলের জন্য প্রশাসন অনুমতি দেবে কিনা, সেই বিষয়ে সংশয় রয়েছে। তবে যেখানে অনুমতি মিলবে সেখানেই সমাবেশ করতে চান জুনিয়র চিকিৎসকরা।
এদিকে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। ফলে সেই মামলায় আদালত কী রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে আন্দোলনরত চিকিৎসকেরা। এদিন জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর আগামীদিনে কী কর্মসূচি নেওয়া হবে তা চুড়ান্ত করা হবে। শুনানির আগের দিনে পাড়ায় পাড়ায় মিছিল করা হবে। এই মিছিলে থাকবেন জুনিয়র চিকিৎসকের প্রতিনিধিরা।