Ananya Banerjee, Joy Banerjee (Photo Credit: FB)

কলকাতা, ২৬ অগাস্ট: টলিউডের (Tollywood) এক সময়ের জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত হন ২৫ অগাস্ট। সোমবার সকাল ১১.৩০ নাগাদ প্রয়াত হন জয় বন্দ্যোপাধ্যায়। হীরক জয়ন্তী, মিলন তিথির মত জনপ্রিয় ছবিতে অভিনয় করেন জয় বন্দ্যোপাধ্যায়। আর সেই সমস্ত অভিনয় দিয়েই তিনি দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নেন।

জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে রুদ্রনীল ঘোষ, দেবশ্রী রায়, শতাব্দী রায়কে শোক প্রকাশ করেন জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে। জয় বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্যে হাজির হন তাঁর প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ও।

অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee) জানান, গত ১০ বছর ধরে জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না। তবে প্রাক্তন স্বামীর অসুস্থতার খবর পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। তাই জয়ের পরিবারের প্রত্যেকের মত তিনিও চেয়েছিলেন, এবার যেন অভিনেতা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। তবে শেষরক্ষা হয়নি। সোমবার সকাল সাড়ে এগারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয় বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Joy Banerjee Death: 'কেউ তাঁকে অভিনয়ের জন্য এখন আর ডাকেন না', মৃত্যুর আগে আক্ষেপ ছিল জয় বন্দ্য়োপাধ্যায়ের, কোথায় শেষকৃত্য হবে বিজেপি নেতার

জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁর প্রাক্তন স্ত্রীকে নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করে। কে এই অনন্যা বন্দ্যোপাধ্যায়?

তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র হলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। সমাজকর্মী হিসেবেও তাঁর পরিচিত বহুল। বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক, ইউটিউব, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের বিভিন্ন কাজে সব সময় ব্যস্ত থাকেন অনন্যা। সেই সঙ্গে রয়েছে তাঁর দলের কাজকর্ম।

জয় বন্দ্যোপাধ্যায় এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভাবাদর্শ পৃথক 

অনন্যা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেত্রী। অন্যদিকে জয় বন্দ্য়োপাধ্যায় যোগ দেন বিজেপিতে। ২০২১ সালে তিনি বিজেপি থেকে সরে আসেন। ওই সময় তিনি ঘোষণা করেন, আর তাঁকে রাজনীতিতে দেখা যাবে না। লোকসভা  নির্বাচনে তিনি বীরভূমে শতাব্দী রায়ের কাছে পরাজিত হন. তারপর থেকেই তিনি রাজনীতি থেকে দূরে সরে যান।