Joy Banerjee (Photo Credit: X)

কলকাতা, ২৫ অগাস্ট: সপ্তাহের শুরুতেই দুঃসংবাদ। প্রয়াত হলেন বিজেপি নেতা তথা জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee Death)। ২০২১ সালে বিজেপি থেকে সরে যান জয় বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে বিজেপি থেকে সরে গেলেও, অভিনেতার পাশাপাশি তিনি বিজেপি নেতা (বরজ তাো্হিাী)সেবে এখনও পরিচিত। মিলন তিথি থেকে হীরক জয়ন্তী, একাধিক স্মরণীয় ছবিতে অভিনয় করে দর্শকের মন কেড়ে নিয়েছিলেন জয়।  আর এবার সেই জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হল ৬২ বছর বয়সে।

জয় বন্দ্যোপাধ্যায়কে গত ১৭ অগাস্ট ভেন্টিলোশনে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে, বিজেপি নেতাকে হাসপাতালের ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। উলুবেড়িয়া থেকে সাংসদ পদে নির্বাচিত হলেও, বীরভূম থেকে তিনি পরাজিত হন। তারপর ২০২১ সালে রাজনীতি থেকে পুরোদস্তুর নিজেকে সরিয়ে নেন জয় বন্দ্যপাধ্যায়।

সোমবার সকাল ১১.৩৭ মিনিট নাগাদ মৃত্যু হয় অভিনেতা, রাজনৈতিক নেতা জয় বন্দ্য়োপাধ্যায়ের।

আরও পড়ুন: Joy Banerjee Passes Away: প্রয়াত অভিনেতা, বিজেপি নেতা জয় বন্দ্য়োপাধ্যায়

শেষকৃত্য কোথায় সম্পন্ন হবে 

জানা যাচ্ছে, হাসপাতালে থেকে প্রথমে বাড়িতে নিয়ে যাওয়া হবে জয় বন্দ্য়োরপাধ্যায়ের দেহ। তারপর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তবে কোথায় জয় বন্দ্য়োপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

জয় বন্দ্য়োপাধ্যায়ের ফিল্ম কেরিয়ার 

অভাগিনী, হীরক জয়ন্তী, মিলন তিথির মত একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন জয় বন্দ্য়োপাধ্যায়। তাপস পাল, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তীর মত অভিনেতাদের সঙ্গেই বেশির ভাগ ছবি করেন জয় বন্দ্যোপাধ্যায়। মহুয়া রায় চৌধুরী-র মত একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গেও জয় বন্দ্যোপাধ্যায় স্ক্রিন শেয়ার করেছেন।

তবে জীবনের শেষ দিনগুলিতে তাঁকে কেউ অভিনয়ের জন্য ডাকতেন না বলেও আক্ষেপ প্রকাশ করতে শোনা যায় বথর ৬২-র অভিনেতাকে।