Suvendu Adhkari (Photo Credit: Twitter)

কলকাতা, ১৩ সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারীকে 'জোকার অফ দ্য ইয়ার' বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর ছবি শেয়ার করে, সেখানে রাজ্যের বিরোধী দলনেতার 'ডোন্ট টাচ মাই বডি' মন্তব্য প্রকাশ করেন। পাশাপাশি ওই ছবিতেই শুভেন্দুকে 'জোকার অফ দ্য ইয়ার' বলে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

 

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান শুরু হলে, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়-সহ অন্য কর্মী, সমর্থককে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মী, সমর্থকরা নবান্ন অভিযানে নামলে তাঁদের একাধিক জায়গায় আটকানো হয়। এরপর শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়। প্রিজন ভ্যানে শুভেন্দু অধিকারীকে তোলার আগে কার্যত ফুঁসে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা।

রাজ্য পুলিশের কোনও মহিলা কর্মী যাতে শুভেন্দু অধিকারীর গায়ে স্পর্শ না করেন, সে বিষয়ে সুর চড়াতে দেখা যায় শুভেন্দুকে। সেখানেই তিনি বলেন, 'ডোন্ট টাচ মাই বডি'। শুভেন্দু অধিকারীর ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে ট্রোলের বন্যা বয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম শেয়ার হতে দেখা যায় শুভেন্দুর ওই মন্তব্যকে কেন্দ্র করে।