Dilip Ghosh, PK (Photo Credit: ANI/Twittter)

কলকাতা, ২২ এপ্রিল:  কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর ( Prashant Kishore)। শুক্রবারই কংগ্রেসে যোগ দিতে পারেন ভোট কৌশুলি। এমনই জল্পনায় সরগরম প্রায় গোটা দেশের রাজনৈতিক মহল। পি কে-র কংগ্রেসে য়োগদান নিয়ে যখন জল্পনা তুঙ্গে উঠতে শুরু করেছে, সেই সময় তাঁর বিরুদ্ধে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপ ঘোষ বলেন, এক এক সময় এক এক রাজনৈতিক দলে যোগ দেওয়া, প্রশান্ত কিশোরের কৌশল। পি কে তৃণমূলে যোগ দিয়েছেন এক সময়। তিনি নীতিশ কুমারের জেডিইউতেও ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়া পিকে 'ব্যবসা' বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:  Russia-Ukraine War: থাকতে হবে আটকে, শুক্রবার ইউক্রেনে উদ্ধার কাজ সম্ভব নয়, জানাল কিভ

দিলীপ ঘোষ অভিযোগ করেন, যখন যে দলের হয়ে কাজ করেন, সেই রাজনৈতিক দলের সদস্যপদ নেন প্রশান্ত কিশোর। প্রায় প্রত্যেক রাজনৈতিক দলের সদস্য পদ রয়েছে প্রশান্ত কিশোরের। যখন যেমন প্রয়োজন হয়, তখন সেই রৈজনৈতিক দলের সদস্য পদের কার্ড সামনে আনেন পি কে। এমন কটাক্ষও করতে শোনা যায় দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষের কটাক্ষের প্রেক্ষিতে পালটা কোনও মন্তব্য করতে এখনও শোনা যায়নি প্রশান্ত কিশোরকে।