Kunar Hembram Joins TMC. (Photo Credits: X/TMC)

ঝাড়গ্রাম, ১৯ মে: গত লোকসভা ভোটে সব হিসেব উল্টে তৃণমূলকে হারিয়ে ঝাড়গ্রাম লোকসভায় জিতেছিলেন বিজেপি-র কুনার হেমব্রম (Kunar Hembram)। অপ্রত্যাশিতভাবে জঙ্গলমহলের খাসতালুকে পদ্ম ফুটিয়েছিলেন কুনার। ৫ বছরের মধ্যে কুনারের হাত ধরে ঝাড়গ্রামে বিজেপির ভোট বেড়েছিল পাঁচ লক্ষ। কিন্তু সেই কুনার হেমব্রম-কে আর টিকিট দেয়নি পদ্ম শিবির। তাঁর পরিবর্তে জঙ্গল মহলে পদ্মের দখল রাখতে পেশায় চিকিতসক প্রণাত টুডু-কে প্রার্থী করেছে বিজেপি। টিকিট না পেয়ে আগেই বিজেপি ছাড়ার কথা জানিয়েছিলেন কুনার। তবে তিনি শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দেবেন না, এমন আশা করেছিলেন পদ্মশিবিরের অনেকেই।

ঝাড়গ্রামে ভোটগ্রহণ আগামী ২৫ মে, শনিবার । তার আগে আজ, রবিবার খড়গপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মোদীর সভার ঠিক আগে ফুল বদলে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের প্রাক্তন বিজেপি সাংসদ কুনার। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে কুনারের মুখে চওড়া হাসি। তাঁর অনুগামীদের দাবি, ঝাড়গ্রামে দিদির দলকে জেতাতে ইতিমধ্যেই কালিপদ সোরেনের হয়ে প্রচার করেছেন। আরও পড়ুন-রচনা, লকেট থেকে অর্জুন সিং-কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সোমবার বাংলায় ভাগ্যপরীক্ষা যেসব তারকা প্রার্থীদের

গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে বিজেপি জিতেছিল ১১ হাজার ভোটে। রাজনৈতিক বিশেষজ্ঞমহলের মতে, জঙ্গলমহলের এই কেন্দ্রে তৃণমূল তাদের পুরনো জমি উদ্ধার করতে পেরেছে। ঝাড়গ্রাম লোকসভার সাতটি বিধানসভাই তৃণমূলের দখলে। তার ওপর আবার এই লোকসভার দুটি বিধানসভায় সিপিএম লড়াই করে জমি উদ্ধারের মরিয়া চেষ্টা করছে। ফলে কিছুটা হলেও বিজেপি-র পক্ষে যাওয়া বাম ভোট এবার সিপিএম প্রার্থী সোনামণি টুডু (মুর্মু)-র দিকে যেতে পারে। ফলে ঝাড়গ্রামে এবার বিজেপির কাজটা অনেকটা কঠিন। যদিও ২০১৯ লোকসভায় এখানে বিজেপির জয়টাও একেবারেই অপ্রত্যাশিতই ছিল।